বুটেক্সে বিক্ষোভ ও মানববন্ধন: কোরআন অবমাননার অভিযোগে শাস্তি দাবি

আরো ঢাকা পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

“আজওয়াদ আবরার পিয়াল, ক্যাম্পাস প্রতিনিধি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপূর্ব পাল (অপূর্ব রাদ) কর্তৃক কোরআন অবমাননার অভিযোগে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। দুপুরে পুরোদমায় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে শিক্ষার্থী ও কিছু শিক্ষক অংশগ্রহণ করেন এবং প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুপুর ১টার পর পকেট গেটের সামনে সমবেত শিক্ষার্থীরা ব্যানার–প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দিতে দিতে ক্যাম্পাস প্রদক্ষিণ শুরু করেন। মিছিল শেষে প্রধান ফটকের সামনে এক সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা আল্লাহু আকবর, দীন ইসলাম জিন্দাবাদ, আল কুরআনের অপমান সইবে না মুসলমান, সেক্যুলারিজম মুর্দাবাদ ও আল কুরআনের শত্রুরা সাবধান প্রভৃতি শ্লোগান দেন।

প্রতিবাদে বক্তব্য রাখেন ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার। তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে কোটিপ্রকার প্রচারণা সুপরিকল্পিতভাবে কিছু গোষ্ঠীর মাধ্যমে ছড়ানো হচ্ছে। যে ব্যক্তি কোরআন অবমাননা করেছে, তার কাজটি আমাদের গভীরভাবে মর্মাহত করেছে—আমরা তার সর্বোচ্চ আইনগত শাস্তি দাবি করছি। তিনি সতর্ক করে জানান, দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মুসলিম জনতা রাস্তায় নামতে বাধ্য হবে, এবং বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে ছাত্ররা ভোটসই করবে না।

ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের একজন শিক্ষার্থী আল-হাজ্জ বক্তব্যে বলেন, কোরআন মহাবিশ্বের সর্বোৎকৃষ্ট ধর্মগ্রন্থ; এর অবমাননার জন্য আচার-অঙ্গীকারবশত কঠোর শাস্তি দাবি করা হচ্ছে।
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী কাজী ওসমান মাহদী জানান, তিনি পুরো ভিডিওটি দেখতে সাহস পাননি; তবে দেখা অংশে কোরআনকে অবমাননার দৃশ্য রয়েছে এবং তা দেশের ১৫ কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত স্বরূপ—কিছু মিডিয়া ঘটনাকে মানসিক ভারসাম্যহীনতার মাধ্যমে স্বল্প করে দেওয়ার চেষ্টা করছে, যা জনগণ মেনে নেবে না, বলেন তিনি।

শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শেষপর্যন্ত শিক্ষার্থীরা প্রধান ফটক থেকে পুনরায় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পকেট গেটে এসে কর্মসূচি শেষ করেন।

প্রতিবেদন লেখার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত বিবরণ ও অনুসন্ধানজনিত প্রতিক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রকাশ করা হবে যদি তারা পরে প্রতিক্রিয়া জানায়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *