বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫

আরো ঢাকা পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

আজওয়াদ আবরার পিয়াল, বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আগামী ২৫ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জেনরা ফ্যাশন ওডিসি–২০২৫: ক্যাম্পাস এডিশন’। আয়োজনটি ফ্যাশন ব্র্যান্ড জেনরা’র উদ্যোগে এবং বুটেক্স ফ্যাশন সোসাইটি’র সহ-আয়োজনে অনুষ্ঠিত হবে। এ ফ্যাশন আয়োজনে দেশের তরুণ শিক্ষার্থী ও নবীন ডিজাইনাররা সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও ডিজাইনিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

আয়োজনটি আগামী শনিবার সকাল ৮টা থেকে রেজিস্ট্রেশন ও চেক-ইনের মাধ্যমে শুরু হবে। সকাল ১০টায় উদ্বোধনী পর্বে থাকবে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়। এরপর অনুষ্ঠিত হবে ‘ইন্টারলেসিং বাংলাদেশ’স ফ্যাশন ডেসটিনি’ শীর্ষক একটি ওপেন ওয়ার্কশপ, যেখানে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা হবে। একইসাথে সাধারণ দর্শক, অংশগ্রহণকারীগণ এবং বুটেক্সের শিক্ষার্থীরা তাদের সৃষ্টিশীল কাজ উপস্থাপনের সুযোগ পাবেন।

দুপুরের পর শুরু হবে প্রতিযোগিতার মূল আকর্ষণ ‘জেনরা গ্র্যান্ড রানওয়ে শো’, যা চারটি বিশেষ বিভাগে অনুষ্ঠিত হবে। এতে প্রতিযোগীরা তিনটি ক্যাটাগরিতে তাদের পোশাক ডিজাইন উপস্থাপন করবেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘হেরিটেজ টু রানওয়ে: দ্য এক্সপেডিশন অব বাংলাদেশি ফ্যাশন’ শীর্ষক ইন্টারঅ্যাকটিভ প্যানেল ডিসকাশন, যেখানে দেশের প্রখ্যাত ফ্যাশন উদ্যোক্তা, ডিজাইনার এবং পেশাজীবীরা তরুণ প্রজন্মের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করবেন।

এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও মাত্রা অ্যাডভার্টাইজিং এজেন্সির সহ-প্রতিষ্ঠাতা আফজাল হোসেন, বিবিয়ানার প্রতিষ্ঠাতা লিপি খন্দকার, বিশ্বরঙের প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা, ঢাকা কিচ-এর প্রতিষ্ঠাতা কুহু প্লামন্দন, প্রথম আলো হাল ফ্যাশনের কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান, মাস্কো গ্রুপের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং-এর জেনারেল ম্যানেজার শেখ মামুন ফেরদৌস, মাস্কো ডিজাইন হাবের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী তৌহিদুল আলম এবং ব্লুচিজ-এর চিফ অপারেটিং অফিসার ফজলে রাব্বি, সহ আরও অনেকে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ক্যাটাগরিতে ডিজাইন জমা দেওয়ার সুযোগ পেয়েছেন, যেখানে প্রতিটি ক্যাটাগরিতে সর্বনিম্ন দুইটি এবং সর্বোচ্চ তিনটি ডিজাইন গ্রহণযোগ্য ছিল। নির্বাচিত ডিজাইনাররা তাদের ডিজাইন রানওয়েতে উপস্থাপন করবেন এবং ইমার্জিং ডিজাইনারস প্ল্যাটফর্মে ফিচার হওয়ার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার ও মেন্টরশিপ পাবেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *