বীরগঞ্জে খোলা বাজারে পেট্রোল-অকটেনের দাম নিয়ে ভোক্তাদের ক্ষোভ

আইন-অপরাধ আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় খোলা বাজারে বোতলজাত পেট্রোল ও অকটেন সরকার নির্ধারিত দামের তুলনায় লিটারপ্রতি ১৮ থেকে ২২ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাজারে কিছু ব্যবসায়ী লিটারপ্রতি ১৪০ টাকা করে এসব জ্বালানি বিক্রি করছেন, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এদিকে, সরকারের সর্বশেষ গেজেট অনুযায়ী ২০২৫ সালের ১ জুন থেকে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী জ্বালানি তেলের হালনাগাদ দাম হলো:
পেট্রোল: ১১৮ টাকা/লিটার
অকটেন: ১২২ টাকা/লিটার
ডিজেল: ১০২ টাকা/লিটার
কেরোসিন: ১১৪ টাকা/লিটার

তবে বাস্তবতায় বীরগঞ্জে এসব পণ্য বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৪০ টাকা করে, যা প্রতি লিটারে গড়ে ১৮ থেকে ২২ টাকা বেশি। ফলে সাধারণ ভোক্তারা প্রতিদিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভুক্তভোগী ক্রেতারা জানান, অতিরিক্ত দামের বিষয়ে ব্যবসায়ীদের অবগত করা হলেও তারা বিষয়টি আমলে নিচ্ছেন না বরং উল্টো দাপটের সঙ্গে পণ্য বিক্রি করছেন। প্রশাসনের সুষ্ঠু নজরদারির অভাবে দীর্ঘদিন ধরেই চলছে এই অনিয়ম।

বীরগঞ্জ উপজেলার সচেতন নাগরিক। এতে অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে তদন্তপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি কামনা করছে।

ভোক্তাদের দাবি, বাজারে সরেজমিন তদন্ত করে এই অনিয়মের দ্রুত সমাধান জরুরি। প্রশাসনের সক্রিয় নজরদারি ছাড়া সাধারণ মানুষের স্বার্থ রক্ষা সম্ভব নয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.