
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, বীরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন সোহেল সরকার। শেষে প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
