বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪২ যাত্রী নিয়ে চট্টগ্রামে জরুরি অবতরণ

চট্টগ্রাম জাতীয় তথ্য প্রযুক্তি সারাদেশ
শেয়ার করুন...

ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বুধবার রাত ৯টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমান বন্দরের ফায়ার সার্ভিসের ইনচার্জ ওমর শরীফ।

তিনি বলেন, ‘ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। আমরা যাত্রীদের নামাচ্ছি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি। এ ছাড়া বড় ধরনের কোনো দুর্ঘটনা এখানে ঘটেনি। ল্যান্ড করার সময় বিমানের পেছনের চাকা ফেটে গেছে। সামনের গিয়ার কাজ করেনি। তবে, নিরাপদে সেটি অবতরণ করেছে।’

তিনি আরও জানান, ফ্লাইটিতে ৪২ জন যাত্রী ছিলেন। ঢাকা থেকে রাত পৌনে ৯টার দিকে এটি চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।

ফায়ার সার্ভিস, বাংলাদেশে বিমান বাহিনী ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

বিমানের জরুরি অবতরণ জন্য রানওয়ে প্রস্তুত করতে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় লেগে যায়। সে সময় বিমানটি আকাশে উড়তে থাকে। সূত্রঃ দি ডেইলি স্টার৷

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.