বিনোদনের লেক

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

হাজী কাজী নজরুল ইসলামঃ

বিনোদনের কিছুই নেই-
সুধু যান জট।
ঘুরে ফিরে বাদাম খাই
মিলে ভালে ভট।

বাতি জ্বলে টল টলে-
পুকুরেতে মাছ।
পাড় পাকা রিলিং আছে
হয় মাছ চাষ।

খুচরায় পুচকা কিনে
খায় লোক জন।
বখাটেরও উৎপাত
চলে দেখি হরদম।

খেয়া নাই তরী নাই যেখানে-
সুধু ঘুরা ফেরা।
মিডিয়ার লোক জনে——
পেলে করে জেরা।

কামিং গোইং ডুইং ফর নাথিং।
কেহ কেহ বলে।
তেড়ে চলে ব্যয়ামিরা
সরু পথ ধরে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.