বিকল্প জীবিকায়নের উদ্দেশ্যে শ্যামনগরে ক্ষুদ্র ব্যবসায়িদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উপকরন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ

আরো খুলনা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরের মুন্সীগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি এর কার্যালয়ে গাবুরা এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিশ জন সুবিধাভোগীদের (নারী-৫ ও পুরুষ-১৫) মধ্যে ক্ষৃদ্র ব্যবসা পরিচালনায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং পরবর্তিতে তাদের উপকরণ সহায়তা প্রদান করা হবে বলে নিশ্চয়তা প্রদান করা হয়।
১০ জুন সোমবার সকাল ১০:০০ টায় খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি), বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মান প্রকল্প (স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প) এর সহযোগিতায় এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপ-সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব এবং তিনি উক্ত প্রশিক্ষণটি সহায়ক হিসেবে পরিচালনা করেন । আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক এস এম মনোয়ার হোসেন, মনিটরিং এন্ড ইভালুয়াশন ম্যানেজার মোঃ রোবায়েদ করিম, এবং সহযোগিতা প্রদান করেন ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া, ও অন্যান্য মাঠ সংগঠক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, “প্রান্তিক ক্ষুদ্র ব্যাবসায়িদের দক্ষতা উন্নয়নে সিসিডিবি প্রশিক্ষণ দিয়েছে । প্রশিক্ষণ পরবর্তিতে তাদের উপকরণ সহায়তা প্রদান করা হবে । আমি আসা করি এই সাপোর্টের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়ন হবে। এজন্য সিসিডিবিকে ধন্যবাদ”
প্রশিক্ষাণার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজ নিজ পরিসরে ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নের মাধ্যমে তাদের জীবন মানের পরিবর্তন করতে পারবে বলে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.