বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরগুনার বামনা উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে ২৬ মার্চ সূর্যোদয়ের ৩১ বার তোপধ্বনি শেষে সকাল ৭ টায় পুস্পস্তবক অর্পন করেন বামনা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বামনা প্রেসক্লাব, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। সকাল ৮ টায় বামনা সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে অনুষ্ঠানিক ভাবে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজ ২৬ মার্চ এরপর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা। এরপর সকাল ৮ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন। বামনা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপি, বিএনসিসি, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, সরকারী শিশু পরিবার এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী হয়।
সকাল ১০টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। বক্তব্য রাখেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বামনা থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল প্রমূখ।