মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, প্রবিন রাজনীতিবিদ মো: এনায়েত কবীর হাওলাদার আইউব আলী আজ শুক্রবার সকাল ৯ টা ৩২ মিনিটের সময় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলের শোক প্রকাশ করেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৫ টায় বামনা সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে পশ্চিম সফিপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাভিভূত পরিবারের প্রতি সমেবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, কেন্দ্রীয় বিএনপি সহসম্পাদক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু ( দায়িত্বপ্রাপ্ত আহবায়ক বরগুনা ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্ততি কমিটি), সহ সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা,সাবেক জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো: মনিরুজ্জামান মনির,বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, বামনা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া প্রমুখ।