মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছয় চাকা বিশিষ্ট ট্রলী চাপায় প্রাণ গেলো বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক শিক্ষার্থীর। নিহত ওই শিক্ষার্থীর নাম মোসা. আজমেরী আক্তার মীম(১২) সে উপজেলার কালাইয়া গ্রামের আ. হালিম এর মেয়ে।
আজ বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) দুপুর ১টায় বামনা উপজেলার পাথরঘাটা- ঢাকা মহাসড়কের জাফ্রাখালী ব্রীজের ঢালে বিদ্যালটির গেট সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা ঘাতক ট্রলীটিসহ চালক হাসানকে আটক করেছে।
বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নেন নিহত আজমেরী আক্তার মীম। ঘটনার দিন ইসলাম ধর্ম বিষয়ে পরীক্ষা শেষে বাড়ী ফিরছিলো সে। বিদ্যালয়ের প্রধান ফটক পার হতেই পাথরঘাটা ঢাকা মহাসড়ক এবং হলতা নদীতে একটি ব্রীজ। ওই ব্রীজের ঢাল দিয়েই বিদ্যালয়ে যেতে আসতে হয় শিক্ষার্থীদের।
ঘটনার সময় নিহত ওই শিক্ষার্থী ব্রীজের ঢাল দিয়ে যাচ্ছিলো। এমন সময় চাল বোঝাই একটি ছয় চাকা বিশিষ্ট ট্রলী বামনা থেকে ডৌয়াতলার উদ্দেশ্যে যাওয়ার জন্য ওই ব্রীজটি পাড় হতে চেষ্টা করছিলো। ট্রলীটির ধারণ ক্ষমতার অধিক পন্য বহন করায় সেটি ব্রীজের ঢাল বেয়ে উঠতে না পারায় সামনের দিকে না গিয়ে ঢাল থেকে নেমে যায়। এতে পিছনে থাকা ওই শিক্ষার্থী মীম ট্রলীটির নিচে চাপা পরে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এসময় ওই ট্রলীর পিছনে চাপা পরে একটি মটরসাইকেল ও একটি অটো রিক্সা দুমরেমুচরে যায়।
এদিকে স্থানীয়রা তাৎক্ষনিক ওই ট্রলীটি ও তার চালককে আটক করে বামনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
এ ঘটনায় জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ও বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদারসহ যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদরশন করেন।
বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার জানান, তারা এখনো ঘটনাস্থলে রয়েছেন। সেখান থেকে ফিরে বিস্তারিত জানাবেন।