মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলার ০৩ নং রামনা ইউনিয়নে খোলপটুয়া গ্রামে আগুনে পুড়ে একটি বসতঘর ছাই হয়ে গেছে।
আজ ২১ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টায় স্থানীয় জাহাঙ্গীর ফকিরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌছায়, প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বামনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বদিউজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বদিউজ্জামান বলেন তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণ অনেকেই ঘটনা স্থানে পৌছান ভুক্তভোগীকে নানা ভাবে সান্তনা দিয়েছেন।