
মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় বিষখালী নদীর ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী উপজেলার সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের সরকারি খাদ্য গুদামের সামনে বিষখালী নদীর পাড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনে বিষখালী নদীর ভাঙনের শিকার শত শত পরিবারের লোকজনসহ ওই এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, গত ছয় মাসে কমপক্ষে ১ একর জমি নদীর গর্ভে বিলীন হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শত শত বিঘা আবাদি ফসলি জমি গিলে খাচ্ছে বিষখালী নদী। বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়িসহ পূর্ব পুরুষের কবর। এছাড়া এখানে রয়েছে উপজেলার খাদ্য গুদাম ও সরকারি আবাসনের প্রায় শতাধিক ঘর যা বিষখালী নদীর অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যেতে পারে ।
মানববন্ধন ও সমাবেশে ভাঙন কবলিত এলাকার পক্ষে নজরুল ইসলাম বলেন, এলাকাবাসীর ফসলি জমি, বসতভিটা এমনকি তাদের বাপ-দাদার কবরও বিলীন হয়ে যাচ্ছে, এই ভাঙন থেকে আমাদের বাঁচান, তারা সরকারের কাছে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা ও টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবি জানান।
মানববন্ধন বক্তব্য রাখেন, বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, উপজেলা গুদাম কর্মকর্তা মোঃ আনিচুর রহমান তালুকদার, বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ নাসির মোল্লা, মাই টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ স্বপন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বিষখালী নদীর তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।