বামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আরো খুলনা খেলা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে সৈয়দ রহমাতআলী স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট ১৬ দল অংশগ্রহণ করে। পার্শ্ববর্তী মঠবারিয়া উপজেলার গুলিশাখালী একাদশ ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে স্থানীয় বিএনপি এ খেলার আয়োজন করে।

হাজার দর্শকে পূর্ণ স্টেডিয়ামে দু’দলের চরম উত্তেজনায় খেলাটি ট্রাইবেকারে ৫-৩ গোলে সমাপ্ত হয়। খেলায় চ্যম্পিয়ন হয় গুলিশাখালী একাদশ ও রানার্সআপ মির্জাগঞ্জ একাদশ। আইনশৃংখলা বাহিনীর কঠোর পদক্ষেপে খেলায় শেষ অবধি শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি এলইডি টিভি তুলে দেওয়া হয়।

খেলায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, উক্ত ফুটবল টুর্নামেনেটের প্রধান পৃষ্ঠপোষক ও বিশেষ অতিথি রুহুল আমিন শরীফ, বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারন অর রশীদ হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ইকবাল কোরাইশী বাবু, বামনা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুবদলের আহবায়ক দীপু সিকদার, ফুটবল টুর্নামেন্টের আহবায়ক আরিফুর রহমান শিমুল ও সদস্য সচিব রায়হান নাজির ধলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির জমাদ্দারসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *