রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা অজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন,সমবায় কর্মকর্তা পার্থ সারথী দেউরী,উপজেলার সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,থানার উপ-পরিদর্শক আল-মামুন,উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আ.সালাম বাহাদুর প্রমূখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী বলেন, জাতীয় সম্পদ ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় জিরো টলারেন্সে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করা হবে। সভা শেষে সন্ধ্যা নদীতে নৌকায় বসবাসরত মানতা সম্প্রদায়ের ১৪টি পরিবারের মাঝে জেলে পুর্নবাসনের আওতায় ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।