রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার, মোঃ বায়েজিদ উর রহমানের সঙ্গে ভোকেশনাল শিক্ষক সমিতির উপজেলা ও জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন, বিভাগীয় যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল,উপজেলা শাখার সভাপতি মোঃ কাওসার হোসেন, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন সহ বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়,চাখার ফজলুল হক ইনস্টিটিউশন, মসজিদবাড়ী টেকনিকাল স্কুল এন্ড কলেজ এবং এম এ লতিফ বহুমুখী আলিম মাদ্রাসার ভোকেশনাল /টেকনিকাল সায়েন্স শাখার শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।