রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সুমী রাণী মিত্র,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
বানারীপাড়ায় ‘মানবতার বাজারের’ উদ্বোধন
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নি¤œ আয়ের মানুষের সুবিধার্থে উজ্জীবন মানব কল্যাণ সংস্থার উদ্যোগে স্বল্প (ভর্তুকি) মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির ‘মানবতার বাজারের’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১ টায় বানারীপাড়া বন্দর বাজারের সদর রোডে মানবতার এ বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে বানারীপাড়া উজ্জীবন মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি রাজিব চোকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ। সাংবাদিক সাব্বির হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ. কাদের খান,উজ্জীবন মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি ফিরোজ সরদার,সাধারণ সম্পাদক সুমন সরদার,প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন মাঝি,মানুষ মানুষের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক রুবেল বেপারী প্রমুখ। এদিকে দ্রব্যমূল্যের এ উর্ধ্বগতির সময়ে নাভিশ^াস ওঠা নি¤œ আয়ের মানুষের কথা ভেবে এ মানবতার বাজার পরিচালনার অনুকরণীয় উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। ###