রাহাদ সুমন,
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপি ৪৮তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০) জানুয়ারী) রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দানবীর এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
বিদ্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা,উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ আলম মিঞা, সদস্য সচিব রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার ,যুগ্ম আহবায়ক আঃ সালাম, সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল, দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম,উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।