বানারীপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

আরো বরিশাল সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১২ আগষ্ট শনিবার বেলা ১১ টায় বানারীপাড়া প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ তাঁর প্রতিটি বক্তৃতায় কাব্যরূপ ফুটে উঠেছে। তাই তো তিনি রাজনীতির কবির উপমা পেয়েছেন। মহান এ নেতার আদর্শকে ধারণ ও লালন করে তরুণ প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুন আহমেদ, সহ-সভাপতি বিধান চন্দ্র রায়,সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল মিলন, প্রচার সম্পাদক কাওসার হোসেন,নির্বাহী সদস্য সুদীপ্ত ঘোষ প্রমুখ।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.