বিষয়ক বেতার অনুষ্ঠান ‘নারীকথা’ অনুষ্ঠিত
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সমতা ও ক্ষমতায়নে নারী কর্মসূচির আওতায় প্রচারাভিযানের অংশ হিসেবে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বেতার অনুষ্ঠান ‘নারীকথা’ অনুিষ্ঠত হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার শরৎ’র শুভ্র বিকালে বানারীপাড়া পৌরভবন চত্ত্বরে উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক’র অয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া প্যের মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. মনিরুল ইসলাম মনি। প্রধান অতিথি ছিলেন বান্রাীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। রূপান্তরের অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বরিশাল জেলা সমন্বয়কারী মো. খলিলুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাজিয়া ইসলাম,বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপান্তরের অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ঝুমু কর্মকার,এ্যাডভোকেসী নেটওয়াকির্ং সমন্বয়কারী নূরই-আযম হায়দারী, মাঠ সমন্বয়কারী মঞ্জিলা,বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদেও সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম, বানারীপাড়া সদর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য সন্ধ্যা রাণী সরকার,উপজেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজনিন জাহান পলি,উপজেলা মহিলা দলের সভানেত্রী ও পৌরসভার নারী কাউন্সিলর ডেইজী বেগম,উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী তাসমিয়া সিদ্দিকা প্রমুখ। এ প্রচারাভিযান কর্মসূচিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বেতার অনুষ্ঠান ‘নারী কথা’ অনুষ্ঠানটির ১টি পর্ব সম্প্রচারসহ এ অনুষ্ঠানটি কিভাবে শোনা যাবে,প্র্রচার ও প্রসারের ক্ষেত্রে করনীয় কি হবে সে বিষয়ে ধারনা দেয়া হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে। ###