
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের সাবেক সহকারী শিক্ষক আব্দুল মান্নান মাষ্টারের (৮১) কুলখানী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) বাদ জুমা বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল জামে মসজিদ, পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের তমালতলা জামে মসজিদ ও বায়তুল মোকাররম জামে মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার (২০ জানুয়ারী) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সর্বজন শ্রদ্ধেয় আব্দুল মান্নান মাষ্টার মারা যান। মরহুম আব্দুল মান্নান মাষ্টার বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল ও উপজেলা সুজনের সভাপতি সাংবাদিক সোহেল মাহাবুবের বাবা। বুধবার (২১ জানুয়ারী) বাদ আসর মরহুমের এক সময়ের কর্মস্থল বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে স্ত্রীর কবরের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
