লিটন মজুমদার, রিপোর্টার, বরুড়া, কুমিল্লাঃ
কুমিল্লা জেলার বরুড়া থানার পৌরসভার ০৫নং ওয়ার্ড নয়নতলা দারুল উলুম কওমী মহিলা মাদ্রাসার সামনে হইতে গত ১৭ই মে ২২ইং সময় ০৭.১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার এস.আই মুজিব, এস.আই বিশ্বজিৎ পাল, এ. এস. আই. দোলন সঙ্গীয় ফোর্স সহ (১) শাহাজাহান (২০), পিতাঃ মৃত রফিকুল্লাহ, (২) মোঃ হৃদয় (২১), পিতাঃ মোয়াজ্জেম হোসেন, উভয় সাং- ফেনুয়া, থানা- বরুড়াকে ১ কেজি ৫০০ গ্রাম গাজা সহ হাতে নাতে গ্রেফতার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনের ১৯ (ক) ধারায় বরুড়া থানায় মামলা হয়েছে ও বিজ্ঞ আদালতে আসামীদের প্রেরণ করা হয়েছে। মাদকের বিষয়ে বরুড়ার বিভিন্ন এলাকায় বিশাল বিস্তার স্থাপিত হয়েছে বলে সুশীল সমাজ সহ সচেতন নাগরিকদের দুঃখ প্রকাশ করেছেন এবং তাহাদের মনের ভাষ্য মোতাবেক এভাবেই চলতে থাকলে ভবিষ্যতে আমাদের উঠতি বয়সের ছেলেরা মাদক আসক্ত হয়ে পড়ার আশংকা বেশি। তাই যত দ্রæত সম্ভব মাদক নির্মূলের বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ পুলিশ প্রশাসন ও সচেতন মানুষদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। এই বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার এর নিকট জানতে চাইলে তিনি জানান মাদকের প্রতি কোনো সুপারিশ নয়। আমি সর্বদা এই বিষয়ে নজরদারি রেখেছি। শীগ্রই বড় ধরনের অভিযান চালু হবে এমনকি মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না এবং বরুড়া উপজেলার সকলের প্রতি আহ্বান, যেখানেই মাদক এমনকি কোনো অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকলে ফোন করে জানানোর জন্য আপনার পরিচয় গোপন রাখা হবে।
