লিটন মজুমদার, রিপোর্টার, বরুড়াঃ বাংলাদেশে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সয়াবিন তৈলসহ অন্যান্য তৈল, চিনি, ডালসহ অন্যান্য জিনিসের দাম উর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছিল সাধারন মানুষ যথাসময়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে ১ কোটি নিম্ম মধ্যবিত্ত ও গরীব শ্রেণির আয়ের মানুষদের পারিবারিক কার্ড দিয়ে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিতরণের উদ্যোগ নেন। এরই আওতাধীন কুমিল্লা জেলাস্থ বরুড়া উপজেলার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের ১৮ হাজার ৮২৩ টি পরিবারের মাঝে টিসিবির পণ্য ২য় বারের মত বিতরণ করা হয়েছে।
এই বিষয়ে বরুড়া উপজেলার নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ (ভারপ্রাপ্ত) জানান, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার টিসিবির পণ্য কোন ধরনের অনিয়ম ছাড়া সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে। এমনকি কোন ডিলারের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি পরবর্তীতে ধাপে ধাপে টিসিবির পণ্য বিতরণ করা হবে।