সাকিব আল হেলাল
কুমিল্লার বরুড়ায় মিজান(৪৩) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার(১১ এপ্রিল) সকালে নিজ বাড়িতে আম গাছের সাথে গলায় রশি লাগিয়ে আত্মহহত্যা করেন।
মিজান বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর গ্রামের (খন্দকার বাড়ি)’র মৃত.আনছর আলীর ছেলে।
তিনি পেশায় একজন দর্জি এবং তিন মেয়ে এক ছেলের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়,মিজান শাকপুর পুরাতন বাজারে দর্জির কাজ করতো।পরে বাজারে দোকান ছেড়ে বাড়িতে দর্জির কাজ করতো।বাড়িতে দর্জির কাজ করলেও তার কাজে তেমন আগ্রহ ছিল না। এ নিয়ে মিজানের সাথে মিজানের স্ত্রী ও ভাইদের সাথে প্রায় সময় কথা কাটাকাটিসহ ঝগড়া হতো। গত সোমবার ভোর রাতে প্রতিদিনের মত সবার সাথে রোজা রাখার জন্য সেহরী খেয়ে ঘুমিয়ে পড়ে।মঙ্গলবার(১১ এপ্রিল) সকাল ৭টায় রহমান নামের একজন দেখে মিজান ঘরের পাশে আম গাছে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে দেখে মিজানের বড় ভাই বশিরকে ডাক দেয়।বড় ভাই বশির এসে মিজানকে গাছে গঁলায় ফাঁস দেওয়া ঝুঁলন্ত দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।পুলিশ এসে লাঁশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মিজানের বড় ভাই বশির আহম্মেদ বলেন,আমার ভাই একটু মানসিক সমস্যায় ভুগছে।হয় তো এ জন্য সে ফাঁস দিছে। আমিসহ আমার অন্যানো ভাই বরুড়ায় থানায় উপস্থিত হয়ে একটি অপমৃত্যুর সাধারন ডায়েরী করেছি”।
এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ হোসেন বলেন,লোকটি মানসিক রোগী বলে পারিবারিক সূত্রে জানা যায়।তার পরিবার থানায় একটি অপমৃত্যুর সাধারন ডায়েরী করেছে।লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে “.।