বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার

আরো বরিশাল শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

মোঃ রেদওয়ানুর হক শুভ, ববিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সকাল ১০টা থেকে দিনব্যাপি এ কর্মশালাটির আয়োজন করা হয়।

কর্মশালায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. খোরশেদ আলম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, সকল ক্ষেত্রে গুনগত শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে। কেননা গুনগত শিক্ষা মানুষকে পরিবর্তন করে উন্নতির দিকে ধাবিত করে। আর গুনগত শিক্ষা অর্জনে গবেষণার কোন বিকল্প নেই। গবেষণা ছাড়া শিক্ষা সঠিক ভাবে কোন কাজে আসে না। বাংলাদেশ যেভাবে আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তা সবই গুনগত শিক্ষার ফসল। বিশ্ব আজ ৪র্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে চলছে। আমাদের এটি এড়িয়ে যাবার কোন সুযোগ নেই। মনে রাখতে হবে উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে হলে গুনগত শিক্ষা অর্জন ও তার যথার্থ প্রয়োগের কোন বিকল্প নেই।

দিনব্যাপি আয়োজিত এ কর্মশালায় পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা বিষয়ক মোট ১৩ টি পেপার উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পদার্থবিদ, বরেণ্য গবেষকসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজ আলম।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.