বগুড়া শেরপুরের সীমানায় জামুন্না মেলা অনুষ্ঠিত

পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম, শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুরের গাড়িদহ ইউনিয়নের পশ্চিম দিকের শেষপ্রান্তে শাজাহানপুর উপজেলার জামুন্না ইউনিয়নের জামুন্না পল্লী বন্ধু স্কুল এন্ড কলেজে ও জামুন্না সরকারি প্রাথমিকে বিদ্যালয় এর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে বিনোদনমুলক জামুন্না মেলা।

২৭ মে রোজ শুক্রবার বিকেলে সরেজমিনে মেলায় গিয়ে জানা যায়, প্রতিবছরই এই মেলার আয়োজন করেন মেলা কর্তৃপক্ষরা। তবে করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর মেলা অনুষ্ঠিত হয়নি। তাই এবারের মেলায় মোটরসাইকেল খেলা, নাগরদোলা, চড়কিখেলা, দাকোপা খেলা, খেলনাসামগ্রী, মাছ ও মাংস, বাহারী ফুসকাসহ হরেকরকম খাবারের পসরায় মেলা মুখরিত মানুষের ঢল ছিলো চোখে পড়ার মতো। মেলা চলে একদিন তবে শুরু হয় দুদিন আগে।

জামুন্নার ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম বলেন এবার হাটবাজার ইজারাদার মোঃ খোরশেদ ১ লক্ষ ৫০ হাজার টাকায় জামুন্না মেলার আয়োজনকারী হিসাবে ডেকে নিয়েছেন। উক্ত মেলায় প্রতি দোকান ভাড়া কত জানতে চাইলে মেলায় আগত ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন বলেন এক হাত জায়গার ভাড়া ৪০০ টাকা হিসাবে ভাড়া নিচ্ছে।

এছাড়াও মেলায় নিরাপত্তার জন্য দুটি স্কুল ও কলেজের ছাত্রদের আশেপাশে শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.