মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
১৩ ই মে সোমবার সকাল সাড়ে ৮ টায় বগুড়া শেরপুরে র ২নং গাড়িদহ মডেল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ফুলবাড়ি মাদ্রাসা রোড রাস্তার উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমান৷ সরেজমিনে গিয়ে জানা যায় বড় ফুলবাড়ি গ্রামের আ: বারিক এবং আবু হানিফের দোকান থেকে শুরু করে ফুলবাড়ি মাদ্রাসা পর্যন্ত একটু বৃষ্টি হলেই চলাচলের খুব অসুবিধা হয়ে পরে জনজীবনে ভোগান্তি হয় চলাচলকারী মানুষের। এছাড়াও ফুলবাড়ি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের যাওয়া আসা করা ক্লাস করা খুব সমস্যা হয়৷ এজন্য অত্র ইউনিয়নের মানুষের চলাচলের রাস্তা ঢালাইয়ের মাধ্যমে সংস্কার কাজ করার উদ্যোগ নিলেন। এই রাস্তা ঢালাই এর কাজ শুরু হওয়ায় ফুলবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক জানান আমরা আনন্দিত এবং ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান তবিবুর রহমানকে। এছাড়াও রাস্তাটি ঢালাইয়ের মাধ্যমে কাজ হচ্ছে জেনে গ্রামের সাধারণ মানুষের সাথে কথা করে জানা যায় এই রাস্তা করার ফলে অত্র এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হলো এজন্য সবাই খুব খুশি৷ এব্যাপারে গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমানের সাথে কথা বলে জানা যায় ঢালাইকৃত রাস্তার দৈর্ঘ লম্বা ২৮৫ ফিট চওড়া ৮ ফিট রাস্তার ঢালায়ের কাজ শুরু করতে পেরে তিনিও খুব খুশি এবং ভবিষ্যতে গ্রামবাসির সহযোগিতা এবং দোয়া কামনা করে বলেন আরও উন্নয়ন করা হবে৷ এসময় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।