মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ২০ মার্চ বুধবারে খেটে খাওয়া অসহায় দিনমজুর ভ্যান, রিক্সার চালক ও প্রতিবন্ধীদের এই ভরা বৃষ্টিতে যারা প্রত্যন্ত গ্রামে মানুষকে হাটে বাজারে নিয়ে যায়, ডাক্তারখানায় নিয়ে যায়, বাজারে শাক সবজি বহন করে, কলা নিয়ে আসে, আনে দুধ, আনে ডিম তাদের জন্য উপজেলা প্রশাসন শেরপুরের সামান্য উপহার দিলেন উপজেলা ইউএনও সুমন জিহাদি। এসময় শেরপুর উপজেলা নির্বাহীঅফিসার সুমন জিহাদি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয়, মান্যবর জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম মহোদয়ের প্রত্যয় একটি উন্নত ও সুখী বগুড়া, মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবুর রহমান মজনু মহোদয়ের নিরাপদ শেরপুর বিনির্মানের প্রয়াস এবং ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ জামাল সিরাজী সাহেবের সাথে উপজেলা নির্বাহী অফিসারের প্রচেষ্টার এক সম্মিলন বৃষ্টির মাঝে অসহায় ভ্যান ও রিক্সাচালকদের রেইন কোট বিতরণ করা হয়। শেরপুরের ইউএনও সুমন জিহাদির এমন মহৎ উদ্যোগ শেরপুরবাসীকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ বলে ধারণা করা হয়।