মিন্টু ইসলাম, শেরপুর বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ার শেরপুরে ‘শেরপুর সংস্কৃতি পরিষদ ও সুর সারগাম সংগীত বিদ্যালয়’ এর যৌথ উদ্যোগে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জয়ন্তী উপলক্ষে নজরুল বিষয়ক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুর সারগাম সংগীত বিদ্যালয়ের সভাপতি আব্দুল আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সামস্-উল-আলম।
শেরপুর সংস্কৃতি পরিষদ এর সভাপতি নাহিদ হাসান রবিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দীনবন্ধু পাল, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম ও শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম।
নজরুল বিষয়ক আলোচনা করেন কবি শেলী সেনগুপ্তা, নাহার ফরিদ খান, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম ও নাট্যজন খলিলুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় শেরপুর সংস্কৃতি পরিষদ কর্তৃক কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।