মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে শহরের স্থানীয় ডিজে মডেল হাইস্কুল মাঠে ওই প্রতিযোগিতার ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিংয়ে জয়ী হওয়া ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়। এসময় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান তিনি বলেন, ‘খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিনোদনেরও প্রয়োজনীয়তা রয়েছে। তাই বিদ্যালয়ের সুবিধাজনক সময়ে তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। অন্যথায় বিপথগামী হওয়ার শঙ্কা রয়েছে। অনুষ্ঠানে শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা রিসোর্স সেন্টারের দায়িত্বে থাকা কর্মকর্তা সাইদুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা কেএম ওবায়দুর রহমান, মোমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।