বগুড়া শেরপুর পৌর মেয়রের হস্তক্ষেপে বিদ্যুৎ খুটিতে বাল্ব

আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম, শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকার হস্তক্ষেপে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের শান্তিনগর এলাকায় অবশেষে বিদ্যুৎ খুঁটিতে পৌরসভার বিদ্যুৎ বাল্ব লাগানো হয়েছে।

জানা যায় প্রায় দুই সপ্তাহের অধিক সময় যাবৎ শান্তিনগর এলাকায় পৌরসভার বিদ্যুৎ খুঁটিতে বাল্বের আলো জ্বলছিলো না। এলাকাটি অন্ধকারে নিমজ্জিত ছিল। এলাকার লোকজন অন্ধকারে চলাচল করতে বাধ্য হয়েছে। যার ফলে সন্ধ্যার পর থেকেই এলাকায় অপরাধীদের চলাফেরা ছিল লক্ষণীয়। অন্ধকার দূর করতে দায়িত্বশীলদের কোন কার্যকর পদক্ষেপ দেখা যায় নি। বুধবার সন্ধ্যায় পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকার সাথে যোগাযোগ করা হলে, তিনি তাৎক্ষণিক ভাবে সুপারভাইজার লিটন কে এলাকা পরিদর্শনে পাঠান। পরিদর্শন শেষে সুপারভাইজার লিটন বলেন মেয়র সাহেবের নির্দেশে বৃহস্পতিবার শান্তিনগর এলাকার অন্ধকার দূর করতে বিদ্যুৎ খুঁটিতে বাল্ব লাগানো হবে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার বিদ্যুতের লাইনম্যান এসে শান্তিনগরে বিভিন্ন বিদ্যুৎ খুঁটিতে বাল্ব লাগিয়ে দিয়েছেন। এতে অত্র এলাকার মানুষ পৌর মেয়রকে সাধুবাদ জানিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.