মিন্টু ইসলাম (শেরপুর) বগুড়া থেকেঃ বগুড়ার শেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের বিকাল বাজার মোড় যেন দুর্ভোগের আরেক নাম। রাস্তায় ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। রাস্তায় পানি জমে পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছে। দুর্গন্ধের কারণে পথ চলা দায়। দীর্ঘ দিন যাবৎ দেখা যায় প্রতিদিন এই স্থানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জমে থাকে ময়লা-আবর্জনার পানি।
নাম প্রকাশে অনিচ্ছুক এই এলাকার ব্যবসায়ীরা বলেন প্রথম শ্রেণীর পৌরসভার সেবার মান নিয়ে চিন্তায় আছি, আমরা দুর্ভোগের কথা জনপ্রতিনিধি কাউন্সিলরকে বললেও সমাধান ভালো মেলেনি। মঙ্গলবার (২৪ মে) সকাল ৮টার দিকে ওই এলাকায় গিয়ে দেখা গেছে এই চিত্র।
এলাকাবাসী জানান, স্যানালপাড়ার বিকাল বাজার মোড়ে প্রতিদিন বিভিন্ন ধরনের ময়লা আর্বজনা ফেলা হয়। কিন্তু পৌরসভার পক্ষ থেকে নিয়মিত তা অপসারণ করা হয় না। অন্যদিকে ড্রেন না থাকায় বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যাচ্ছে। ফলে এই রাস্তা দিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিত্যদিনের ভোগান্তি পোহাতে হচ্ছে।