বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ডা. মকবুল হোসেন ৮৮ বছর বয়সে আবারো চেয়ারম্যান নির্বাচিত

আরো পরিবেশ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন ৮৮ বছর বয়সে আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে জেলা পরিষদ নির্বাচন শেষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করে বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এতে চেয়ারম্যান পদে ডা. মকবুল হোসেন (আনারস) প্রতীকে পান ৯৩২ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মো. আব্দুল মান্নান আকন্দ মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৬৭০ ভোট। উল্লেখ্য, ডা. মকবুল হোসেন ২০১৭ সালে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছিলেন। এর আগে ২০১২ সালে তিনি জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হন। তিনি ১৯৩৪ সালে বগুড়া সদরের নারুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রলীগের হাত ধরে ভাষা আন্দোলনসহ মুক্তিযুদ্ধে সংগঠকের ভুমিকা পালন করেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.