কবিতা; ফেসবুক নেশা নয়, চল করি পড়া 📚
ফেসবুক নেশায় বুঁদ হয়ে ভাই,
পড়ার খাতায় মাকড়সা নাই।
নোটিফাই এলে দৌড় দিই হাতে,
বইয়ের পাতায় মন বসে না সাথে।
ক্লাসে গিয়েও দেখি ফোনে চোখ,
শিক্ষক ডাকে, শুনি না তার শ্বস।
দূর দিগন্তে স্বপ্ন যে বড়,
ফেসবুক নেশায় সব করে ঝরো।
সকাল সকাল ধর খাতার কলম,
ফেসবুকের বদলে নাও নতুন স্বপ্ন।
পড়াশোনায় যদি দাও তুমি মন,
আগামীকাল তোমার হবে স্বর্ণ।
সময় দিয়ে পড়, শিখো নতুন কাজ,
ফেসবুক থাকবে, তবু জীবন সাজ।
নেশার ফাঁদ ভাঙ, কর বুক মোটা,
তাহলেই পারবি জয় করতে সবকটা৷