প্রধানমন্ত্রীর উপহারকৃত ঘর নিয়ে প্রেস ব্রিফিং করেন লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরাঃ মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিব্ব গৃহ প্রদান কার্যক্রমের (৩য় পর্যায়ে) শুভ উদ্ভোধন উপলক্ষে ২৫ এপ্রিল কুমিল্লা লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন প্রেস ব্রিফিং করেন৷

ব্রিফিংয়ের শুরুতে গভীর শ্রদ্ধারভরে স্মরণ করছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতার আজন্ম লালিত ছিল বাংলার গরীব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফুটানো।

এর ধারাবাহিকতায় প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গত ৩০ জানুয়ারী পর্যন্ত উপজেলার টাস্কফোর্স কমিটির মাধ্যমে ১৩৩টি পরিবারকে ক শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন পরিবার হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ ইতিপূর্বে সরকারি বরাদ্দকৃত অর্থে ৬৫টি এবং ব্যক্তি-প্রতিষ্ঠানের পর্যায়ে মোঃ তাজুল ইসলাম এমপি ও মাননীয় এলজিআরডি মন্ত্রী পক্ষে ৫টি ঘর সহ মোট ৭০টি ঘর প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রদান করা হয়৷ যার প্রতিটি ঘর প্রথম পর্যায়ে ১ লক্ষ ৭১ হাজার ও দ্বিতীয় পর্যায়ে ১ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল৷

তৃতীয় পর্যায়ে তিন ধাপে ৫২টি পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হবে, তারমধ্যে ৩৮ টি ঘর ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে৷ যার প্রতিটি ঘরে বরাদ্দ ছিল ২ লক্ষ ৫৯হাজার ৫০০ টাকা৷

প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, প্রচার সম্পাদক আব্দুল কাদের অপু, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, সদস্য আবদুর রশিদ, সদস্য মাসুদ পর্ভেজ রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.