অনলাইন ডেস্কঃ পৃথিবীর একদম কাছে চলে এসেছে শনি গ্রহ। আগামী সোমবার সকাল ১২টা নাগাদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি হয়েছিল শনিগ্রহ। বাংলাদেশে দিন থাকায় আকাশে শনিগ্রহকে দেখতে না পারলেও রাত থেকে দেখা যাওয়ার কথা রয়েছে।
পৃথিবী যেখানে ৩৬৫ দিনে একবার সূর্যকে পাক খায়, শনি সেই কাজ করতে সময় নেয় প্রায় সাড়ে ২৯ বছর। পৃথিবী এবং শনি তাদের কক্ষপথে ঘুরতে ঘুরতে প্রতিবছর একবার পরস্পরের কাছাকাছি আসে। ১ বছর ১৩ দিনের মাথায় শনি-পৃথিবী পরস্পরের কাছাকাছি আসে। এর আগে ২০২০ সালের ২০ জুলাই এই দু’টি গ্রহ একে অপরের কাছাকাছি এসেছিল। এরপর আবার ২০২২-এর ১৪ আগস্ট শনি-পৃথিবী কাছাকাছি আসবে।
যখন শনি-পৃথিবী কাছাকাছি আসে তখন তাঁদের মধ্যেকার দূরত্ব থাকে গড়ে প্রায় ১২০ কোটি কিলোমিটার। অন্যসময় এই দূরত্ব থাকে ১৭০ কোটি কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, ‘শনি-পৃথিবী এত কাছাকাছি চলে আসছে, যে ছোট টেলিস্কোপ দিয়ে শনির কয়েকটি উপগ্রহও দেখা যেতে পারে।’ কাছে চলে আসার পর আবার ধীরে ধীরে দূরে সরে যায় এই দু’টি গ্রহ। সেক্ষেত্রে গোটা আগস্ট মাস জুড়ে শনিকে রাতের আকাশে খালি চোখেই উজ্জ্বল ভাবে দেখতে পাবে দেশবাসী। সূত্র : টিওআই।