পুলিশ-সেনা যৌথ অভিযান: ১০ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

আইন-অপরাধ আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই ও আইন লঙ্ঘনের অভিযোগে ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৩০ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত রুহিয়া বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সেনাবাহিনীর একটি দল, সদর থানা ও রুহিয়া থানার পুলিশ অংশ নেয়।

অভিযানের সময় হেলমেটবিহীন চালক, লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকা, যানবাহনের অবৈধ পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে মামলা ও জরিমানা করা হয়। জনসাধারণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতেও অভিযান চালানো হয়।

পুলিশ পরিদর্শক মোস্তাফিজর রহমান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।”

স্থানীয়দের অনেকে এই যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ জরিমানার পরিমাণ বেশি বলেও মন্তব্য করেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইন মেনে চললেই এই ধরনের জরিমানা এড়ানো সম্ভব।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.