মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত‘
নতুন বছর নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ছিল এমনই। পুরাতনকে ঝেড়ে ফেলে নতুন বরণে তিনি ছিলেন উদারমনা। সদা অকৃপণ।
আমাদের সামনেও নতুনকে বরণের উপলক্ষ্য। নতুন ইংরেজি বছর; নতুন ক্যালেন্ডার। কাগজে-কলমে অনেক কিছুই হচ্ছে নতুনের মোড়কে। কিন্তু কতটা পাল্টাচ্ছে সাধারণ মানুষের নিয়তি। নাকি পুরাতন বছরের জের টানতে টানতে চলে আসবে আরেকটি বছর বরণের সময়?
অবশেষে পেরিয়ে এলাম আরেকটা বছর। অনেক পেলাম, অনেক হারালাম। তবে নতুন বছরটাই সবচেয়ে বড় পাওয়া। হ্যাপি নিউ ইয়ার ২০২৪।
নতুন বছর শুরু মানেই একরাশ আশা ভরসা। প্রিয়জনদের সঙ্গে আরও সুন্দর করে পথ চলার দিন।
আশার দোলাচলেই বেঁচে থাকি আমরা। আশার দোলাচলেই এ শহর প্রতিদিন ঘুম থেকে ওঠে। দিন পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে রাত; তবু আশা ফুরোচ্ছে না। নতুন সূর্য উঠছে, নতুন আশার কেতনও উড়ছে। আমরা আশা হারাচ্ছি না।
পাওয়া-না পাওয়ার হিসেব মিলুক আর নাই মিলুক, আমরা হাল ছাড়তে নারাজ। বাঙালি হয়ে যেহেতু জন্মেছি, আশা আমরা করেই যাব। তাই নতুন বছরেও প্রত্যাশার ডালপালা মেলে বসেছি। এবারও আশা করছি, নতুন বছরে ভালো কিছু অপেক্ষা করছে, নিশ্চয়ই করছে।
“নতুন বছরে সকলের জীবন হয়ে উঠুক রামধনুর মতোই রঙিন। সূর্যের মতো উজ্জ্বল। গোলাপের মতোই সুগন্ধ ছড়িয়ে পড়ুক জীবন জুড়ে। হ্যাপি নিউ ইয়ার!”২০২৪।