নিজের পায়ে নিজেদের দাঁড়িয়ে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে…এমপি শাহে আলম

আবহাওয়া আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী বীজ,নারকেল গাছের চারা ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। এসময় তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে আমাদের নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল জাতি হতে হবে এবং পরনির্ভরতা কাটিয়ে নিজের পায়ে নিজেদের দাঁড়িয়ে উন্নত -সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তনয় সিংহের প্রাণবন্ত সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এছাড়াও অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.