নকলায় বাল্যবিবাহ দেওয়ার আয়োজন করায় কনের বাবাকেজরিমানা

আইন-অপরাধ আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় বাল্যবিবাহ আয়োজনের দায়ে কিশোরী কনেরবাবাকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার রাত ৮টায় দিকে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নেরআড়িয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ১৫ বছর বয়সী সপ্তম শ্রেণির এক কিশোরীরবাল্যবিবাহের আয়োজন চলছিল। এ সময় উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদঅভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে এসময় বরসহ রব পক্ষেরলোকজন দৌড়ে পালিয়ে যায়। পরে আদালত বাল্যবিবাহের আয়োজনবন্ধ করে দেন এবং মেয়ের বাবা ফিরোজ মিয়াকে ২ হাজার টাকাজরিমানা করেন। পাশাপাশি আদালত মেয়ের বয়স ১৮ না হওয়াপর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর এইকিশোরীকে বিবাহ করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
ইউএনও বুলবুল আহম্মেদ বলেন, ২০০৭ সালের বাল্যবিবাহ নিরোধআইনের ৮ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। জনস্বার্থে এমনঅভিযান অব্যাহত থাকবে


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.