গোলাম রাব্বানী, নওগাঁ
নওগাঁর পত্নীতলায় জমি জরিপ প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে ঐতিহাসিক দিবর দিঘীর পাদদেশে জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) ময়নামতি সার্ভে ট্রেনিং সেন্টার এর আয়োজনে সরাইগাছি পোরশা, তিলনা ও সাপাহার সেন্টারের তিন ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে উক্ত কর্মসূচি সাংবাদিক এম এম হারুন আল রশীদ হীরার সঞ্চালনায় ও মাস্টার বাদশার সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়নামতি সার্ভে ট্রেনিং সেন্টারের মাস্টার ট্রেইনার মোঃ ফিরোজুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পত্মীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, সরাইগাছি সেন্টারের প্রশিক্ষণার্থী আরিফুল ইসলাম আরিফ, মমি আকতার বানু, তিলনা সেন্টারের আতিকুর, মিজানুর রহমান, সাপাহার সেন্টারের দেলোয়ার হোসেন, মাহবু্ুবুর রহমান প্রমুখ। দুপুরে মধ্যাহ্নভোজের পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, উক্ত কর্মসূচিতে ৪০ জন প্রশিক্ষণার্থী জমি জরিপে মাঠ পর্যায়ের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন।