ধান শুকাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১

আরো কৃষি রংপুর সারাদেশ
শেয়ার করুন...

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ধান শুকাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩) মে সন্ধ্যার দিকে তার নিজ বাড়ীতেই তার মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের জহির উদ্দিন মন্ডলের ছেলে। সে এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম স্ট্যান্ড ফ্যানের মাধ্যমে বাতাস দিয়ে ধান শুকানোর জন্য বাড়ির আঙ্গিনায় মেইন সুইচ অফ না করেই ফ্যানের তারের সঙ্গে বিদ্যুৎ লাইনের তার জোড়া দেয়ার সময় অসাবধানতাবশত তারে ছিদ্র থাকায় সেখানে হাত পরলে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবার লোকজন ও এলাকাবাসী মিলে রফিকুল ইসলামকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভায়রাভাই মেসবাহুল ও চাচাতো ভাই শামসুদ্দোহা বলেন, নিহত রফিকুল পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে তদন্ত কর্মকর্তা (আইও) ভুরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ধান ব্যবসায়ীর মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.