ধর্মের বাড়াবাড়ি

ইসলামিক শিক্ষা সাহিত্য সাহিত্য
শেয়ার করুন...

হাজী কাজী নজরুলঃ

বিকৃত ধর্মের প্রচলনে পৃথিবী
দূর্বল চিত্তের চলা।
পৃথিবী জুড়িয়া গ্রহনের ঘেরা
অযাথাই বলি, বলা।

রক্ত ঝরেছে প্রতিটি দিন রাত
ক্ষমতার রোসানলে।
লোভ, লালসা, সার্থের টানে
মুদ্রায় কথা বলে।

ভিন্ন মতের পুরোহিত পন্ডিত
কে কাহারে মানে।
যে যাহা জানে, কেহ নাহি মানে
কেবল নুতনত্ব আনে।

সবার রাজ্যে সবাই যেন রাজা
প্রজার পড়েছে টান।
প্রজা বিহীন পৃথিবী টা চলেছে
আচরণেই ফরমান।

আর কবে হবে মানুষেরা সোজা
সহি ভাবে পাবো কারে।
অথচ পৃথিবীর গতি কমিয়া আজ
চলেছে বিপদের ধারে।

সত্য ত্রেতা দাপর কলি সনাতনে
ঘোরের কলিতে আছে।
মুসলিমের বাণীতে আখেরী যুগ
পৃথিবী শেষের কাছে।

২০/০৮/২০২১ইং


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.