দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২৩১, সনাক্ত ১৩৩২১ জন

করোনা আপডেট সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মৃত্যু শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া এ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ হিসেবে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে আবার।

সোমবার দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৫ জনে। করোনার বিস্তার রোধে কঠোর লকডাউনের শেষ দিন ১৪ জুলাই মোট মৃত্যু ছিল ১৭ হাজারে। সেই তালিকায় আরও এক হাজার নাম যুক্ত হতে সময় লাগল মাত্র পাঁচদিন। আর মাত্র ১৫ দিনে মৃত্যু হল তিন হাজার মানুষের।

গত একদিনে দেশে প্রায় ৪৫ হাজার নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৩২১ জনের সংক্রমণ শনাক্ত করা হয়। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে।

এর আগে একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছে। সেটি ছিল গত ১১ জুলাই।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন নয় লাখ ৪১ হাজার ৩৪৩ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় হাজার ৩৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে; ৭৩ জনের। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫৭ জনের। চট্টগ্রাম বিভাগে ৪৩ জন। বাকিরা অন্যান্য বিভাগের।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.