দেশীয় অস্ত্রসহ ভাইরাল হওয়া ভিডিও দেখে নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১

আইন-অপরাধ ঢাকা তথ্য প্রযুক্তি পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

দেশীয় তৈরী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে কিশোর গ্যাং সদস্যদের হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় নোয়াস নামক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রবিবার ১৫ মে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন রাতে হামলার শিকার ফতুল্লা থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকার মোঃ তাইজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম দিপু বাদী হয়ে শনিবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন জেলার সদর থানার নন্দিপাড়ার অভি (২০), শামীম (১৮), নোয়াস (২২), সিয়াম ওরফে ভেরা সিয়াম (১৯), তুহিন (২২), আশিক (১৮), রাজু (২২), মেরাজ (১৯) সহ অজ্ঞাতনামা আরো৭/৮ জন।

মামলায় উল্লেখ্য করা হয়েছে যে, ১১ মে দুপুর আড়াইটার দিকে অভিযুক্ত আসামীরা দেশীয় তৈরী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ফতুল্লা থানা সীমান্তের দেওভোগ পানির ট্যাংকি এলাকাস্থ রাস্তার পাশের বাসা বাড়ী ও দোকান পাটের শাটারে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। এমতাবস্থায় বাদী হামলাকারীদের বাধা প্রদান করলে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। বাদীকে রক্ষার্থে তার ভাই খোকন ও নিকটাত্মীয় শামীম এগিয়ে এলে তাদেরকে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীর বাদীর নিকট থেকে ২৭৫০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আহতরা আত্মরক্ষার্থে ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানায়, গত দুইদিন পূর্বে একটি বাহিনীর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই হামলার ঘটনা মামলা হয়েছে। হামলা ও মামলার সাথে জড়িত এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকেও গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.