নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউপি চেয়ারম্যানের দূর্নীতি ও অনিয়মে বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের ইন্ধনে তার কিছু অনুসারীরা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এনিয়ে উপজেলার সাংবাদিক মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে জাতীয় ও স্হানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। হুমকির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগকারী সাংবাদিক (দৈনিক যুগান্তর) মহিবুল ইসলাম বলেন, সম্প্রতি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পাওয়ায় সে সংবাদ প্রকাশের জের ধরে আমাকে ফেসবুকসহ নানানভাবে হুমকি দিয়ে আসছে চেয়ারম্যানের অনুসারীরা। সর্বশেষ মঙ্গলবার (২৩ মে) আমার ব্যাক্তিগত ব্যাবসা প্রতিষ্ঠানে এসে আমাকে হুমকি দেয় তারা।
ফেসবুককে হুমকিদাতাদের পরিচয় ও ফেসবুক আইডি ১) Faysal hossen (যার আসল নাম ফাহিম) তিনি আদ্রা দক্ষিণ ইউপির ভোলাইন গ্রামের লোকমানের ছেলে। ২) Bahar Bhuiyan, ৩) Misha Bhuiyan, তারা উভয় একই ইউপির ভোলাইন গ্রামের বাসিন্দা। ৪) Md yeakub hasan (যার আসল নাম মুমিন) তিনি ইউপির ভাইস চেয়ারম্যান মরয়াম আক্তারের ছেলে।
জানা গেছে, মুমিন পূর্বে থেকেই ওয়ারেন্টভুক্ত আসামী।
বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায় নি।