দুর্গাপুরে ভাঙন কবলিত এলাকা পরির্দশন ও ত্রাণ সামগ্রী বিতরণ

আবহাওয়া আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

নেত্রকোনা (দুর্গাপুর) সংবাদদাতাঃ
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর ভাঙনের কবলে পড়া এলাকা পরিদর্শন করেছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

সোমবার (২০ জুন) দুপুরে মানু মজুমদার ইঞ্জিন চালিত নৌকায় নদী পাড়ের ভাঙন এলাকা পরিদর্শন করেন একং ভাঙনকবলিত চণ্ডিগড় এবং গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের খোঁজ-খবর নেন। বন্যাদূর্গতদের মাঝে শুকনো খবার বিতরণ করেণ। নদী ভাঙনের শিকার মানুষদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্টদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আদেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজিব উল আহসান,দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শিবিরুল ইসলাম, ওসি( তদন্ত) মো. এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা( সাদ্দাম আকঞ্জি),উপজেলার যুবলীগের সহ-সভাপতি সুমন চৌধুরী পাভেল,সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন কর্মকর্তাসহ অন্যান্য জনসাধারণ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী জনসভায় মানু মজুমদার এমপি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হতে পারলে সোমেশ্বরী এলাকার নদী ভাঙনরোধে কাজ করবেন।সং

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি দুর্গাপুর ও কলমাকান্দা নির্বাচনী এলাকার জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছেন। উজান থেকে নেমে আসা বন্যার পানিতে সোমেশ্বরী নদী ভাঙন এলাকার মানুষের খোঁজ-খবর নিতে সোমবার সকালে দুর্গাপুর এলাকার পানিবন্দি লোকজনের খোঁজ নিতে ছুটে যান।

উপজেলা প্রশাসন সহ দলীয় নেতাকর্মীদের বন্যার্তদের সার্বক্ষণিক খোঁজ নিতে জোর তাগিদ দিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.