আলমগীর হোসেন,দাউদকান্দিঃ দাউদকান্দিতে সাংবাদিক মোক্তার হোসেনের উপর হামলার ঘটনায় মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় দাউদকান্দি যারিফ আলী শিশু পার্কের সামনে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের অংশ গ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোক্তার হোসেনের উপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান সাংবাদিক মহল।
সাংবাদিক মোক্তার হোসেন দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
গত সোমবার আনুমানিক দুপুর ৩ টায় দাউদকান্দি উপজেলা পরিষদের প্রবেশপথ বিয়াম স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক এম. এ করিম সরকার, মোহাম্মদ আলী শাহীন, রাশেদুল ইসলাম লিপু, মোঃ ওমর ফারুক মিয়াজী, আলমগীর হোসেন, লিটন সরকার বাদল, শরীফ প্রধান, হোসাইন মোহাম্মদ দিদার। এছাড়াও বক্তব্য রাখেন, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিব ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।