তেঁতুলিয়ায় “দেশের এক ইঞ্চি জমিও পরিত্যক্ত রাখা যাবে না” প্রধানমন্ত্রী এমন নির্দেশনা কৃষক সমাবেশ অনুষ্ঠিত

অর্থনীতি আরো কৃষি তথ্য প্রযুক্তি রংপুর সারাদেশ
শেয়ার করুন...

জুলহাস উদ্দীন উপজেলা :
দেশের এক ইঞ্চি জমিও পরিত্যক্ত রাখা যাবে না- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান, জেলা উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মাহবুবুর রহমান, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল প্রমুখ।

এছাড়াও কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাত ইউনিয়ন হতে শতশত কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রান্তিক পর্যায়ের কৃষকসহ সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

তিনি বলেন, চা শিল্প অঞ্চলে আমরা এক ইঞ্চি জমিও পরিত্যক্ত বা অনাবাদি রাখবো না। এসব জমিতে আমাদের বেশি বেশি আবাদ করতে হবে। আর আমাদের অনেক অফিসের সামনে খালি জায়গা পরে আছে, সে জায়গাগুলোতে আবাদ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আগামী ২০২৩ সালের মঙ্গা কাটাতে যেসব নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে সব ধরনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.