তিতাসের মাছিমপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরো ইসলামিক চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

হালিম সৈকত, কুমিল্লাঃ
কুমিল্লার তিতাসের মাছিমপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ মার্চ বাদ আসর মাছিমপুর আর আর ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির আয়োজনে কলাকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ও মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি মোঃ ওসমান গণি ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সরকার, কাজী কবির হোসেন সেন্টু, এমদাদ আখন্দ, হাজি মুকবুল হোসেন, মোঃ আক্তারুজ্জামান, আব্দুস সালাম মেম্বার ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধরাণ সম্পাদক রুবি ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল্লাহ সরকার। সঞ্চালনায় ছিলেন, মোঃ আলমগীর হোসাইন ভান্ডারী।
এসময় আরও উপস্থিত ছিলেন, কলাকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার, মোঃ এমরান হোসেন সরকার, তিতাস উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান সওদাগর, যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জাসাসের আহ্বায়ক সামির হোসেন, তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য গাজী মোঃ হানিফ, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহর মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, ভিটিকান্দি ইউনিয়নের আহ্বায়ক ফরিদ সরকার, মজিদপুর ইউনিয়নের আহ্বায়ক মাজেদুল ইসলাম মন্টু, কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হাবিব সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিস সরকার ও ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম আকাশ প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, ড্রেজার ব্যবসা নিয়ে বানিজ্য, মামলাবাজি করছেন। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আপনারা উদাহরণ দেখতে পাচ্ছেন। যারাই দলের নাম ভাঙ্গিয়ে অপ-কর্ম করেছেন, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। উল্টাপাল্টা করলে শাস্তি পেতেই হবে। তাই সবাই সাবধান হয়ে যান। দলের শৃঙ্খলা বজায় রাখুন।
এসময় বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.