তফসীল ঘোষনার প্রতিবাদে সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

আরো করোনা আপডেট রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

এম আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধি:
নির্বাচন কমিশন কর্তৃক প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা।

অদ্য ১৬-১১-২৩ইং বিক্ষোভ মিছিলটি শহরের কোর্ট পয়েন্ট থেকে বের হয়ে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়। এবং সেখানেই তারা সমাবেশ করেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম,ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব জিলাই মিয়া জিলানি, যুব আন্দোলনের সভাপতি তানভীর আহমেদ তাসলীম, ছাত্র আন্দোলন সভাপতি রেজওয়ান আহমদ,ইসলামী আন্দোলন জেলা সহসভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আজাদ,মাও.আব্দুস শহিদ প্রমুখ।

বক্তারা বলেন ১৪/১৮ সালের মতো আরেকটি তামাশার নির্বাচন করতে চায় সরকার। এ জন্য দেশের জনগনের মতামতকে উপেক্ষা করে একতরফা তফসীল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আমরা এ তফসীল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এবং এ নির্বাচনী ট্রেন দুর্ঘটনায় পতিত করতে ইসলামী আন্দোলন প্রস্তত রয়েছে।কঠোর আন্দোলনের মাধ্যমে এই নির্বাচন কমিশনকে পতদ্যাগে বাধ্য করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তারা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.